• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নতুন সড়ক পরিবহন আইনে আরপিএমপিতে ১৬ দিনে ২৬৬২ মামলা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

নতুন সড়ক পরিবহন আইনে গত ১৬ দিনে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ট্রাফিক বিভাগে দুই হাজার ৬৬২টি মামলা দায়ের হয়েছে। তবে জনসচেতনতা সৃষ্টিসহ নতুন আইন মেনে চলার প্রবণতা বাড়াতে প্রাথমিকভাবে কম জরিমানা আদায় করা হচ্ছে।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানিয়েছে আরপিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) রেজানুর বেগম।

তিনি বলেন, ‘বর্তমানে মামলার পরিমাণ কম। কারণ আমরা জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি নতুন সড়ক পরিবহন আইন পুরোদমে কার্যকর করার আগে সকলের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়ানোর বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’

তিনি বলেন, ‘গত ১৬ দিনে মামলা খুব বেশি করা হয়নি। আবার যেসব আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের জরিমানা কম করা হয়েছে। এখন সাময়িক সমস্যার কারণে ই-ট্রাফিকিং পদ্ধতিতে মামলা করা হচ্ছে না। তবে খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’

আরপিএমপি’র সূত্র মতে, নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ আলোকে গত ১৬ দিনে মোট দুই হাজার ৬৬২টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে নভেম্বর মাসের প্রথম দিনে ২৫৩টি, দ্বিতীয় দিনে ১৫২, তৃতীয় দিনে ১৩০, চতুর্থ দিনে ১৪০, পঞ্চম দিনে ১৪০, ষষ্ঠ দিনে ১৩৬ এবং সপ্তম দিনে ১২৫টি মামলা হয়েছে।

এছাড়াও অষ্টম দিন ৮ নভেম্বর ১১৯, পরের দিন ৯১টি, ১০ তারিখে ১২৯, ১১ তারিখে ২০৯, ১২ তারিখে ২২৯, ১৩ তারিখে ১৯৪, ১৪ তারিখে ১৭৬, ১৫ তারিখে ২১৪ এবং ১৬ নভেম্বর ২০৩টি মামলা হয়েছে।

এদিকে গত দুই সপ্তাহে সড়ক পরিবহন আইন সম্পর্কে রংপুর মহানগরীর বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ ও বেশ কয়েকটি অবহিতকরণ সভা করেছে আরপিএমপি। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে নতুন সড়ক আইনের ধারণা দেওয়াসহ পরিবহন ব্যবসায়ী, মালিক, শ্রমিক, চালক, যাত্রী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে আরপিএমপির সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) নাজরান রউফ বলেন, ‘আমাদের ট্রাফিক বিভাগ আইন প্রয়োগে আগে সচেতনতা বৃদ্ধির বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনা মোতাবেক নতুন আইন সকলকে বোঝার জন্য ও কার্যকর করার জন্য গত ১৬ দিন আমরা শিথিল রেখেছিলাম। এই ১৬ দিনে খুব বেশি মামলা করা হয়নি। তবে রোববার থেকে মন্ত্রীর ঘোষণা অনুযায়ী আইন কার্যকর ও প্রয়োগে আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘নতুন সড়ক আইন বাস্তবায়নে ইতোমধ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিয়ম সভা করা হয়েছে। আগামীকাল সোমবার রংপুর মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ পরিবহন শ্রমিকদের সঙ্গেও একই বিষয়ে আবারো মতবিনিময় হয়।’