• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নরওয়ের মসজিদে বন্দুকধারীর হামলা, আহত ১

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯  

নরওয়ের রাজধানী অসলোর একটি মসজিদে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে।

গতকাল শনিবার অসলোর বায়িরাম এলাকার আল নুর ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে।

অসলো পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ‘এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। ওই ব্যক্তির অবস্থা এখনও জানা যায়নি। এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশ ওই এলাকায় কাজ করছে’।

মসজিদের প্রধান ইরফান মুসতাক স্থানীয় পত্রিকা বুদসটিক্কাকে বলেন, আমাদের এক সদস্যকে হেলমেট ও ইউনিফর্মধারী এক শ্বেতাঙ্গ গুলি করেছে। তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীর কাছে দুটি শটগান ধরণের অস্ত্র ও একটি পিস্তল ছিল। একটি কাঁচের দরজা ভেঙে প্রবেশ করে গুলি চালানো শুরু করে ওই ব্যক্তি। তবে খুব তাড়াতাড়ি তাকে নিষ্ক্রীয় করে মসজিদের অপর এক সদস্য।

এই ঘটনায় নামাজের জন্য আসা ৭৫ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।