• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

নানান আয়োজনে নীলফামারীতে নারী দিবস পালিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ মার্চ ২০১৯  

নানান আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। “সবাই মিলে ভাবো- নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। 

এর আগে শিল্পকলা চত্বরে দুইদিন ব্যাপী নারী উন্নয়ন মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নাজিয়া শিরিন। মেলায় বিভিন্ন নারী উন্নয়ন সংস্থা দশটি স্টল  অংশ নিয়েছে। 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আফরোজা বেগম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ প্রমূখ। আলোচনা সভা সঞ্চালনা করেন নারী পরিষদের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, দিবস পালনের অংশ হিসেবে ৬ মার্চ নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় জেলা শহরের চৌরঙ্গি মোড়ে। 

এদিকে নীলফামারী পৌরসভার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। নীলফামারী পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র দেওয়ান কামাল আহমেদ। 

এছাড়া জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় দিবসটি পালন করা হয়।