• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

নারী বিশ্বকাপে সবার উপরে বাংলাদেশ!

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর। এর আগে পুরুষ ক্রিকেট বিশ্বকাপের সময় আয়োজিত হয়ে থাকলেও এবার থেকে একদম আলাদাভাবে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। এখন পর্যন্ত এবারের আসরে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। তবে এরই মধ্যে জায়গা করে নিয়েছে সবার উপরে! মূলত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গুগল ট্রেন্ডিংয়ে সবার উপরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ কিছুদিনে গুগলে বাংলাদেশ নারী দল নিয়ে ৩২২+ শতাংশ বেশিবার খোঁজা হয়েছে। তারই ফলস্বরূপ বাংলাদেশ উঠে এসেছে শীর্ষে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে ভারত। তালিকার শীর্ষ পাঁচের বাকি দুই দেশ যথাক্রমে শ্রীলংকা ও সেন্ট লুসিয়া। এশিয়ার আরেক দেশ পাকিস্তান আছে আটে।

দশটি দলকে দুই গ্রুপে ভাগ করে আয়োজিত হচ্ছে এবারের আসর। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। 

আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচদিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২৯ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচে সালমা-জাহানারাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২ মার্চ চতুর্থ ও শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও থাইল্যান্ড। দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে।