• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

আগামী সেপ্টেম্বরে নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। নিজ দেশের জনগণের কাছে এই নেত্রীর জনপ্রিয়তা কেমন সেটি যাচাই করাই এই নির্বাচনের লক্ষ্য। মঙ্গলবার নির্বাচনের ঘোষণা দেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে। ভোটের সর্বশেষ সম্ভাব্য তারিখের দুই মাস আগেই নির্বাচনের ঘোষণা দিলেন এই নেত্রী। পুনরায় নির্বাচন জিতলে তিন বছরের জন্য দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসবেন তিনি।

আর্ডার্ন বলেন, নিউজিল্যান্ডের দীর্ঘমেয়াদি বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আমার নেতৃত্ব এবং সরকারের চলতি গতিপথ, শক্তিশালী অর্থনীতি ও অগ্রগতির ব্যাপারে সমর্থন অব্যাহত রাখতে দেশের নাগরিকদের আহ্বান জানাচ্ছি আমি।

প্রথম মেয়াদেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন আর্ডার্ন। দেশটির ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনাটি অত্যন্ত দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করেছেন তিনি। এরপরেই বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেন।