• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নির্বাচন সামনে রেখে বিশেষ টহল চালু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৮  

নির্বাচনকে সামনে রেখে বিশেষ টহল চালু করেছি। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অপশক্তি এবং অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।

বৃহস্পতিবার দুপুরে নগরীর চাষাড়ায় তফসিল ঘোষণা ঘিরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‌্যাব ১১ এর সিও কমান্ডার রাসেল আহমেদ কবির (বিএন)।

সিও কমান্ডার রাসেল বলেন, নির্বাচন শুধু গণতান্ত্রিক প্রক্রিয়া মাত্র। জনগণ যার যা কাজ তাই করবে এবং ভোটের সময় অধিকার প্রয়োগ করবে। নির্বাচনকে ঘিরে যেনো জনগণ আতঙ্কগ্রস্ত না হন তার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো জানান, নির্বাচন নিয়ে আতঙ্কিত হবার কিছুই নেই। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর সাধারণ কর্মসূচিতে কোনো বাধা নেই। রাজনৈতিক দলগুলো আইনশৃঙ্খলা মেনে যদি তা করে তাহলে আমরা তাদের নিরাপত্তা দিতেও বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর এএসপি আশিক বিল্লাহ, নাজমুল আলম, বাবুল আখতার, জসিমউদ্দিন ও আলেপ উদ্দিন উপস্থিত ছিলেন।