• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকবে ত্রিদেশীয় সিরিজ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯  

ত্রিদেশীয় টি-২০ ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। স্বাগতিক হিসেবে খেলবে বাংলাদেশ।

এ জন্য ঢাকায় অবস্থানকালে ক্রিকেটারদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

প্রথম দল হিসেবে আগামী ৩০ আগস্ট বাংলাদেশে সফরে আসবে আফগানিস্তান দল। আর জিম্বাবুয়ে ক্রিকেট দল আসবে ৮ সেপ্টেম্বর।

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে প্রত্যেক দলই একে অপরের বিপক্ষে ৪টি করে টি-২০ ডে-নাইট ম্যাচ খেলবে। এছাড়াও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫-৯ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

উক্ত সিরিজে ঢাকা কেন্দ্রিক সকল ম্যাচের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আজ ২৮ আগস্ট ডিএমপি হেডকোয়ার্টার্সে বেলা ১১টায় ত্রিদেশীয় টি-২০ ক্রিকেট সিরিজের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম আসন্ন ক্রিকেট সিরিজের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত সকলকে দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিসিবি, গোয়েন্দা সংস্থা, ডিসিসি, ফায়ার সার্ভিস, সরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।