• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

নীলফামারী কিশোরীগঞ্জে অগ্নিকান্ডে ২০ বসত ঘর ছাই

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯  

নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পুরানটেপারহাট বৈদ্ধপাড়ায় অগ্নিকান্ডে ১৩ পরিবারের ২০টি টিনের বসত ঘর পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকের এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্থকোটি টাকা বলে জানা গেছে। 

এলাকাবাসী জানায়, গ্রামের মৃত কুতুবুদ্দিনের ছেলে ভেল্টু মাহমুদের বাড়ির সামনে থাকা ধানের পোয়লপুঁচের হঠাৎ করে রহস্যজনক অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে নিমিষে তা আশে পাশে ছড়িয়ে পড়ে। এতে ভেণ্টু মাহমুদ সহ এলাকার ১৩ পরিবারের ২০টি বসত ঘরে আগুন লেগে যায়। এর মধ্যে জাহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বসত ঘরে রাখা নগদ সারে ৪ লাখ টাকা, ধান চাল, আলু, পিয়াজ, আসবাবপত্র পুড়ে যায়।

গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আগুনের সুত্রপাতটি রহস্যজনক। যে ১৩ পরিবারের ক্ষতি হয়েছে তারা সকলেই প্রভাবশালী কৃষক ও ব্যবসায়ী। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিসাধিত হয়।

কিশোরীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ রেদওয়ানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হলেও ২০টি বসতঘর পুড়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রনে আসায় ওই এলাকার ১৫ পরিবারের বসতঘর রক্ষা পেয়েছে।