• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে অবৈধ দুই ডলার ব্যবসায়ী সহ গ্রেফতার ৩

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

নীলফামারীতে র‌্যাব-১৩ পৃথক অভিযানে দুই অবৈধ ডলার ব্যবসায়ীসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের চকদুবুলিয়া ও টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) পৃথক আইনে গ্রেফতারদের বিরুদ্ধে নীলফামারী থানায় মামলা করে র‌্যাব তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গ্রেফতাররা হলেন, অবৈধ ডলার ব্যবসায়ী সোনারায়ের সুকাতুপাড়ার মৃত. আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম (৪৬) ও মৃত. তছর উদ্দিনের ছেলে ইছান আলী (৬০) এবং মাদক ব্যবসায়ী  টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের আব্দুস সামাদের ছেলে শফিকুল ইসলাম (৩১)।

র‌্যাব নীলফামারী ক্যাম্প সূত্র জানায়, খবর পেয়ে চকদুবুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭৯টি অবৈধ আমেরিকান ডলারসহ জাহিদুল ও ইছান আলীকে এবং টুপামারীতে ৪৭পিচ ইয়াবাসহ শফিকুলকে গ্রেফতার করা হয়। ডলারগুলোর মধ্যে ১১৯টি এক টাকার ডলার, ৫টাকার ডলার ২টি, ১০ টাকার ১টি ও ২০ টাকার ২টি রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, অভিযানকালে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।