• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে আগুনে পুড়ল ৩০ বসতঘর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মার্চ ২০২১  

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নে আগুনে ৩০ বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। আজ বুধবার (২৪ মার্চ/২০২১) দুপুর ১টার দিকে পুটিমারী ইউনিয়নের কালিকাপুর লালজুম্মারপাড় গ্রামে জাহিদুল ইসলামের বাড়ি থেকে এ অগ্নিকান্ডেরর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই বাড়ির বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে ১৮টি পরিবারের বসতঘর ও ঘরে থাকা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মকবুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কামাল বারী শাহ, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম,নারী ভাইস চেয়ারম্যান শাপলা বেগমও পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ লিটন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কামাল বারী শাহ বলেন, সরকারিভাবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে একটি করে কম্বল ও শুকনা খাবার বিতরণ করা হয়।