• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নীলফামারীতে আবারও শীতের তীব্রতা বেড়েছে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

নীলফামারীতে দুইদিনের বিরতির পর বৈরী আবহাওয়ার কারনে আবারও বেড়েছে শীতের তীব্রতা। এতে করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়ে পড়েছে। 

রবিবার(১৯ জানুয়ারি/২০২০) সারাদিন ঘন কুয়াশার কারনে সুর্যের দেখা মেলেনি। দুপুর একটার দিকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। ঘন কুয়াশা ও বৃষ্টির কারনে শীতের তীব্রতাও বেড়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি কেউ। ভারী যানবাহনগুলোকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।


স্থানীয়রা জানায়, গত শুক্রবার(১৭ জানুয়ারি) ও শনিবার(১৮ জানুয়ারি) রোদের প্রখরতা বেশি থাকায় শীত বিদায় নিলো বলে মনে হয়েছিল। কিন্তু শনিবার রাত সাড়ে ১১টায় হালকা শীত ফিরে আসে এবং রাত ৩টায় গুড়ি বৃষ্টি শুরু হয়। সকাল থেকে ঘন কুয়াশা, উত্তরের হিমেল হাওয়া ও বৃষ্টির কারনে শীত নতুন করে জেকে বসেছে। 
শহরের বিভিন্ন এলাকার ফুটপাতে ও বড় মাঠে বসা পুরাতন কাপড়ের দোকানগুলোতে ক্রেতার ভীর লক্ষ করা গেছে। স্বল্প ও নি¤œ আয়ের মানুষজন এসব দোকানে বেশি ভীড় করছেন। 


পুরাতন কাপড় কিনতে আসা জেলা সদরের রামগঞ্জ ইউনিয়নের অমিজন বেগম বলেন, ঠান্ডা নয়া (নতুন) করি শুরু হইল, নয়া কাপড় কিনির হামার সামর্থ নাই, এই জন্য পুরান কাপড় কিনির আইসছি। 


ডিমলা আবহাওয়া অফিস জানান, নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।