• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে ইমাম-মুয়াজ্জিনরা পেলেন খাদ্য সহায়তা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০  

নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক ইমাম-মুয়াজ্জিন-খাদেমকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। শনিবার দুপুরে আলিয়া মাদরাসা প্রাঙ্গণে প্রথম পর্যায়ে শহরের ৪৮জনের মাঝে এই সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। প্যাকেটে রয়েছে দশ কেজি চাল, দুই কেজি চিড়া, এক কেজি ডাল, এক কেজি লবন, এক কেজি চিনি, এক লিটার তেল ও ৫শ গ্রাম নুডুলস। 

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সঞ্জয় কুমার মহন্ত, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মারুফ রায়হান, বড় মসজিদের ইমাম মাওলানা আশরাফুল হক, কাচারি মসজিদের ইমাম মাওলানা একরামুল হক উপস্থিত ছিলেন। 

এ সময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ওয়াক্তিয়া নামাজে পাঁচজন, জুম্মার নামাজে দশজন এবং তারাবির নামাজে ১২জন নিয়ে নামাজ আদায়ের সরকারী নির্দেশনা রয়েছে। সেটি আপনারা পালন করছেন। এখন পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ বাড়িতে আদায় এবং ইফতার মাহফিলও যেন বাহিরে কোথাও করা না হয় সেটি পালনে আপনার আরো দায়িত্ববান হতে হবে।