• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে উৎসবের আমেজে শারদীয় দুর্গাপূজা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা  শুক্রবার(৪ অক্টোবর) সকাল থেকে নীলফামারীর ৮৮০টি মণ্ডপে  শুরু হয়েছে। পঞ্চমীর রাতে বৃহস্পতিবার(৩ অক্টোবর) মণ্ডপে মণ্ডপে মানুষের যে ঢল নেমেছিল ষষ্ঠীতেও সেই ঢল অব্যহত ছিল। 

এবার জেলায় বেশ কয়েকটি বড় ধরণের মণ্ডপ স্থাপিত হয়েছে। ধর্মপাল, চাঁদখানা, কৈমারী, রামগঞ্জ, দেবীরডাঙ্গার মণ্ডপগুলোর প্রতিমা সহ প্যান্ডেল চোখে পড়ার মতো। এমন খবর আগেই ছড়িয়ে পড়ায় নিজ এলাকার মণ্ডপে ভক্তি শেষে সনাতন ধর্মের মানুষজন ছুটছেন ওই সকল মণ্ডপে। সেই সঙ্গে রয়েছে তিন স্তরের নিরাপক্তা ব্যবস্থা।

বাংলাদেশ পুজা উদযাপন কমিটির জেলা সভাপতি এ্যাডঃ অক্ষয় কুমার রায় জানান জেলায় এবার ৮৮০টি মণ্ডপ স্থান পেয়েছে। এরমধ্যে নীলফামারী সদরে ২৭৯টি, ডিমলায় ৭৬টি, ডোমারে ৯৪টি, জলঢাকায় ১৭২টি, কিশোরীগঞ্জে ১৬০টি, এবং সৈয়দপুরে ৯৯টি মণ্ডপ রয়েছে। এর আগে গত বছর ৮৫৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয় এ জেলায়। 

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সৈয়দ আবুল হায়াত বলেন, প্রতিটি মণ্ডপের বিপরীতে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। 

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান,মণ্ডপগুলো ঘিরে নজরদারী চলছে। মণ্ডপে মণ্ডপে স্থায়ী ভাবে পুলিশ ও আনসার বাহিনী সদস্যরা নিয়োজিত রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব, সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে। তিনি বলেন, সার্বিকভাবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ উৎসব সমপন্ন হবে।