• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতায় হাজারো মানুষের ঢল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

গ্রামীণ জনপদের জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলা ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। আজ শুক্রবার(৩ জানুয়ারি/২০২০) বিকেলে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে শাটিপাড়ায় এই প্রতিযোগীতার আয়োজন করে স্থানীয় আলোকিত জিগাতলার মোড় নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

সোনারায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক ও স্থানীয় সমাজসেক আব্দুর রাজ্জাকের পৃষ্টপোষকতায় ওই ইউনিয়নে প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়া ঘোড়া দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন সোনারায় সংগলশী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান। সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান শাহ মান্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অশ্বিনী কুমার বিশ্বাস।

প্রতিযোগিতায় রংপুরের তারাগঞ্জের মহসীন সওয়ারী প্রথম স্থান অধিকার করেন। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। প্রতিযোগিতায় নীলফামারী ছাড়াও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ৪০ জন সওয়ারী তাদের ঘোড়া নিয়ে অংশ নেয়। গ্রামীণ জনপদের জনপ্রিয় ঘোড়া দৌড় প্রতিযোগীতার মাঠে জেলার অন্তত ৪০ হাজার মানুষ উপস্থিত থেকে তা উপভোগ করেন। পুরুষদের পাশাপাশি উপস্থিত নারী, শিশু ও বৃদ্ধরাও করতালী দিয়ে উৎসাহ যোগান প্রতিযোগিদের।