• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে করোনা জয় করে বাড়ি ফিরেছে ১৩ জন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২০  

নীলফামারী জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে নতুন করে ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮১ জন। এ ছাড়া সর্বমোট হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন ৯ হাজার ৭২১জন।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানান জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ জন রয়েছে। এরমধ্যে দুইজন মারা গেছে। ৩৮ জন নীলফামারী জেনারেল সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছে। 

এছাড়া করোনায় আক্রান্ত ১৩ জন রোগী সুস্থ হয়ে নিজ বাড়ি ফিরেছেন।