• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে করোনার ভয় দেখিয়ে চাঁদাবাজি: ভুয়া সাংবাদিক গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

করোনা ভাইরাস সংক্রান্ত ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার সময় নীলফামারী ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জেলা সদরের চাপড়া সরমজামী ইউনিয়নের বানিয়াপাড়া থেকে তাকে মোঃ নুরুজ্জামান(২৩) নামে ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়। সে উক্ত এলাকার আব্দুল মজিদের ছেলে। 

পুলিশ জানায়, ওই গ্রামের মৃত সুলতান আলীর স্ত্রী আসাতন বেগম(৫০) তার পানের দোকান খুলে ব্যবসা করে আসছে। ঘটনার দিন রাতে নুরুজ্জামান সাংবাদিকের পরিচয় দিয়ে তার বাড়িতে গিয়ে তাকে করোনা ভাইরাস সংক্রান্ত ভয়ভীতি প্রদান করে পাঁচ হাজার টাকা দাবি করে। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ এসে তাকে গ্রেফতার করে। 

সদর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে কোন পত্রিকার সাংবাদিক নয় এবং সাংবাদিক পরিচয় চাঁদা দাবির বিষয়টি স্বীকার করে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।