• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে কর্মহীন মানুষের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

করোনা পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্ধি কর্মহীন নীলফামারীর এক হাজার পাঁচশ মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেছে জেলা পরিষদ। আজ বুধবার(৮ এপ্রিল/২০২০) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার ছয় উপজেলার ডাক বাংলো চত্বরে এসব ত্রাণ সামগ্রি বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জয়নুল আবেদীনসহ উর্ধতন কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক দূরত্বে বসিয়ে প্রত্যেককে সাত কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি মসুল ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার ভোজ্য তেল, এক কেজি লবন এবং একটি করে সাবান বিতরণ করা হয়।  

করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত জেলা পরিষদের উদ্যোগে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা।