• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

নীলফামারীতে ‘কারা পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র’ উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯  

নীলফামারী জেলা কারাগারের বন্দীদের তৈরি পণ্য বিক্রির জন্য ‘কারা পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকালে জেলা প্রশাসক(ডিসি) হাফিজুর রহমান চৌধুরী কারাভ্যন্তরে এর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, কারাগারের সুপার(ভারপ্রাপ্ত) মাহবুব হোসেন ও জেলার শফিকুল আলম উপস্থিত ছিলেন।

কারাগার সুত্র জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২০জন আসামি কারুপণ্য উৎপাদন করছেন। এসবের মধ্যে রয়েছে চুড়ি, ব্যাগ, নকঁশি কাথা, প্লাস্টিক পণ্য প্রভৃতি।

জেলার শফিকুল আলম জানান, চার মাস আগে থেকে উৎপাদন কাজে নিয়োজিত সাজাপ্রাপ্তরা। তাদের উৎপাদিত পণ্য সুলভ মূল্যে বিক্রি করা হবে কারাগারের প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্রে।