• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০  

নীলফামারীর চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সালাম ওরফে আন্ধারুকে(৪২) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে দিনাজপুর জেলার খানসামা উপজেলা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

মাদক ব্যবসায়ী আন্ধারু শহরের নিউ বাবুপাড়ার আতিয়ার রহমানের ছেলে ও বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী।

সূত্র মতে, মাদক ব্যবসায়ী আন্ধারু ২০১৬ সালে বিপুল পরিমাণে গাঁজাসহ নীলফামারী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। মামলার বিচার কার্যক্রম চলাকালীন বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে পালিয়ে যায় সে। পালানোর পর পাশ্ববর্তী রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও,পঞ্চগড়সহ বিভিন্ন জেলায় মাদক বিক্রির কাজ আবার শুরু করে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন থাকায় ৬ মাস আগে বিজ্ঞ আদালত হতে তার নামে গ্রেফতারী পরোয়ানা জারি হলে পাশ্ববর্তী সকল জেলায় তার গ্রেফতারের অভিযান শুরু হয়। বুধবার দুপুরে গোপন সংবাদের দিনাজপুর জেলার খানসামা উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি(ভারপ্রাপ্ত) পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন নবী।