• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

নীলফামারীতে চার মাদকসেবীর কারাদণ্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯  

নীলফামারীর ডোমারে চার মাদকসেবীর তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। গতকাল ২১ নভেম্বর রাতে ডোমার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা এই দণ্ডাদেশ প্রদান করেন।   

সাজাপ্রাপ্তরা হলেন- ডোমার সদর ইউনিয়নের দক্ষিণ চিকনমাটি এলাকার বায়জিদ হাসানের ছেলে সৌরভ হাসান(২৮), ভাদুর স্কুল গ্রামের আজিবর রহমানের ছেলে মোরছালিন হোসেন(২৯), সোনারায় ইউনিয়নের ভেন্সীপাড়া গ্রামের সত্যেন্দ্রনাথ রায়ের ছেলে সঞ্জয় কুমার(২২) এবং ধনীপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে রাকিবুল হাসান রিফাত(২৩)।

পুলিশ জানায়, সোনারায় ইউনিয়নের ধনীপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকের তিন মাস করে কারাদণ্ড প্রদান করেন। 

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সাজা প্রাপ্তদের আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।