• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে ছেলের মারধরে বাবা-মা হাসপাতালে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১  

নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক কলহে ছেলের মারধরে রিয়াজ উদ্দিন (৭০) ও আমেনা খাতুন (৬৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বৃদ্ধ বাবা তার ছেলে আইনুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পুটিমারী ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ী ডাঙ্গাপাড়া গ্রামে।

জানা যায়, রিয়াজ উদ্দিন জমি বন্ধক রেখে তার মেয়ে আঞ্জুয়ারাকে টাকা হাওলাত দিতে চান। এজন্য বৃদ্ধ বাবা-মাকে ছেলে আইনুল ও তার স্ত্রী অশিদা খাতুন ও নাতি আতিকুল গালমন্দ করেন। এতে বাধা দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ বাবা রিয়াজ উদ্দিন ও মা আমেনা খাতুনকে বেদম মারধর করে।

এ সময় শ্বশুর-শাশুড়িকে বাঁচাতে এসে রিয়াজ উদ্দিনের ছোট ছেলের স্ত্রী কামরুন্নাহারও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।