• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধে অগ্নিসংযোগ, আটক দুইজন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

নীলফামারীর ডোমার উপজেলার বেতগাড়া বাবুপাড়া এলাকায় পৈত্রিক ১২ শতক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদে, শনিবার (১২ অক্টোবর) বিকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়। বড় ভাইয়ের ভাড়া করা সন্ত্রাসীদের আগুনে, ছোট ভাইয়ের ঘর ভস্মীভূত হয়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

জানা যায়, ছোট ভাই আজিবর রহমানের দখলে থাকা পৈত্রিক ১২ শতক জমি, বড় ভাই দুলাল হোসেন দখলের পাঁয়তারা করে। ঘটনার দিন দুপুরে, বহিরাগত আটজনকে ভাড়া করে, জমি দখল করতে নিয়ে যায়। তারা ওই জমি দখলের চেষ্টা করলে, ছোট ভাই তার লোকজন নিয়ে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ওই জমির উপর নির্মিত ছোট ভাইয়ের দুইটি ঘরে আগুন দেয় বড় ভাই। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। এলাকাবাসীর সহায়তায়, পুলিশ বড় ভাইয়ের বহিরাগত ভাড়া করা লোকদের মধ্যে দুইজনকে আটক করলে, বাকীরা সকলে পালিয়ে যায়। ডোমার ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় বড় ভাইয়ের লোকদের হামলায় আহত হয় মেনিরা বেগম, লাকি বেগম, মালেকা বেগম, নুরেজা বেগম। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আটককৃতরা হলেন, ডোমার পৌর এলাকার গোডাউন পাড়া এলাকার নাজিমুদ্দিনের পুত্র নাইমুল ইসলাম আবিদ (১৯), বোড়াগাড়ি ইউনিয়নের চান্দিনাপাড়া এলাকার ছবদের আলীর পুত্র মো: জাহিদ (২০)।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।