• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ জুলাই ২০১৯  

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সবুজ রায় (১৬) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের তরুণীবাড়ি রেলস্টেশনের কাছে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ রায় জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া গ্রামের রমানাথ রায়ের ছেলে।

পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামাণিক বলেন, দুপরে নীলফামারী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সবুজের মৃত্যু হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সবুজ রংপুর সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়।

প্রত্যক্ষদর্শী ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রেললাইনের ধারের জলাশয়ে মাছ শিকার করতে গিয়েছিল সবুজ। দপুর একটার দিকে তরুণীবাড়ি রেলস্টেশন পার হচ্ছিল। এ সময় লাইনের ওপর পড়ে গেলে সবুজের ওপর দিয়ে ট্রেনে চলে যায়। এতে ঘটনাস্থালেই সে মারা যায়।

সৈয়দপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজুল ইসলাম বলেন, অসাবধানতার কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে। এ ঘটনার তদন্ত চলছে।