• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে ঢাকা ফেরত আরও দুইজন করোনায় আক্রান্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

নীলফামারীতে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে নীলফামারী গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তারা।

আক্রান্তরা চাচাতো ভাই-বোন এবং ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিড়াভিজা গোলনার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা তারা।

করোনা পজিটিভ রিপোর্ট আসায় তাদেরকে নীলফামারী সদর জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের ও আশেপাশের চার বাড়ি লকডাউন করা হয়েছে।

এ নিয়ে জলঢাকা উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা তিনজন। এর আগে ১৩ এপ্রিল উপজেলার ধর্মপাল ইউনিয়নের এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হন।

সবমিলে নীলফামারী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হাসান মো. রেজওয়ানুল কবীর।

জলঢাকা স্বাস্থ্য বিভাগ জানায়, গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনার ডাঙ্গাপাড়া গ্রামে ঢাকাফেরত তিন নারী ও এক পুরুষের ২৫ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে জানানো হয় পোশাককর্মী চাচাতো ভাই-বোন করোনায় আক্রান্ত হয়েছেন। রিপোর্ট পজিটিভ আসায় তাদেরকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন পাঠানো হয়েছে। বাকি দুইজনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।