• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

নীলফামারীতে দিঘিতে ডুবে নিখোঁজের চার দিন পর লাশ উদ্ধার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯  

নীলফামারীর নীলসাগর দিঘিতে ডুবে নিখোঁজের চার দিন পর সুমন চন্দ্র রায়ের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ওই দিঘির পূর্ব দিকে তার লাশ ভেসে উঠে।

গত বুধবার সকালে জেলা সদরের গোরগ্রাম ইউনিয়নে অবস্থিত নীলসাগর দিঘিতে নিখোঁজ হয় সুমন চন্দ্র রায়। ওই দিন বেলা ১১টা থেকে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত লাশ পাওয়া না যাওয়ায় জেলা প্রশাসন জেলেদের নিয়ে আসে। আজ সকালে ওই জেলেরা জাল ফেলার প্রস্তুতিকালে সকাল সাড়ে আটটার দিকে সুমনের লাশ ভেসে উঠে।

নিখোঁজ সুমন জেলা সদরের খোকসাবাড়ি ইউনিয়নের মুসরত গোড়গ্রামের সুকুমার চন্দ্র রায়ের ছেলে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন আরও তিন বন্ধুর সঙ্গে গত বুধবার সকালে নীলসাগর দিঘিতে পুণ্যস্নান উপলক্ষে গভীর পানিতে নেমে নিখোঁজ হয়। তিন বন্ধু বিপুল চন্দ্র রায়, অনুকূল চন্দ্র রায় ও উত্তম কুমার রায় ফিরে এলেও গভীর জলে ডুবে নিখোঁজ হয় সুমন। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমনের লাশ উদ্ধার করে তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।