• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে কৃষ্ণমূর্তি কুড়িয়ে পেলেন দিনমজুর

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

নীলফামারীর পলাশবাড়ী এলাকায় নদীতে মাছ ধরতে গিয়ে নগেন নামে এক দিনমজুর পানির নিচ থেকে কৃষ্ণমূর্তি কুড়িয়ে পেয়েছেন। রোববার বাড়ির পাশে কলন্দর নদীতে মাছ ধরার সময় মূর্তিটি পাওয়া যায়।

মূর্তিটি পাওয়ার পরে প্রথমেই তিনি স্থানীয় ইউপি সদস্য সুনীল চন্দ্র রায় ও পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিককে বিষয়টি অবগত করলে তারা প্রশাসনকে খবর দেন।

পরে নীলফামারী সদর থানার এসআই হেলাল উদ্দিন মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নীলফামারী সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, মূর্তিটি কস্টি পাথরের কিনা তা তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপর জানাবেন।

সদরের ইউএনও এলিনা আক্তার মুঠোফোনে বলেন , এখনো পরীক্ষা করা হয়নি মূর্তিটি।