• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে নিরাপদ প্রসব সেবা অবহিতকরণ কর্মশালা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

নীলফামারীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা প্রদান বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন পরিবার পরিকল্পনা দপ্তরের এমসিএইচ সর্ভিসের পরিচালক ডা. মোহাম্মদ শরিফ। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহজাহান আলী প্রমুখ।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করা হয়েছে। নিরাপদ এ সেবা গ্রহনের জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের কাজ করতে হবে। 

কর্মশালায় স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী, ৬০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংশগ্রহন করেন।