• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে নির্মাণাধীন মন্দির পরিদর্শন করলেন সঞ্জিব কুমার ভাটি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৯ জুন ২০১৯  

নীলফামারীতে সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান আনন্দময়ী কালী মন্দিরের নির্মাণ কাজ পরিদর্শন করেন ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই পরিদর্শনে আসেন তিনি। ভারতীয় সরকারের অর্থায়নে এক কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ওই মন্দিরের নির্মাণ কাজ চলমান আছে।

তিনি স্বস্ত্রীক নীলফামারী পৌঁছালে কালিবাড়ি মন্দির চত্বরে ফুলের শুভেচ্ছা জানান মন্দির কমিটির সদস্য ও ভক্তরা। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, অর্থ সম্পাদক স্বাগত সরকার মননসহ অন্যান্য ভক্তরা।

সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি নির্মাণাধীন কালি মন্দির, নাগ মন্দির ও দূর্গা মন্দির, প্রশাসনিক ভবন এবং অতিথি ভবনের নির্মান কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি কেন্দ্রীয় শ্মসানের উন্নয়ন কাজের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ যে, ২০১৭ সালের ২৩ অক্টোবর ভারতের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীলফামারীর আনন্দময়ী কালী মন্দিরের নির্মাণের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন।