• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

নীলফামারীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২ মার্চ ২০১৯  

শুক্রবার (১ মার্চ) জুম্মার নামাজের পর পুলিশ লাইন্স একাডেমিতে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে নীলফামারীতে প্রয়াত সাত পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ।

অনুষ্ঠানে বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় নীলফামারী জেলার সাত পুলিশ সদস্য মৃত্যুবরণ করায় তাদের স্ত্রী ও সন্তানদের হাতে প্রাইজবন্ড, সম্মাননা স্মারক, নগদ টাকা এবং উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

স্মরণ সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ওয়ারেস, সহকারী পুলিশ সুপার (সিআইডি) রমজান হোসেন।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-পরিদর্শক(এসআই) আসাদুজ্জামান, কনস্টেবল তবিবুর রহমান, নুর মোহাম্মদ, ফারুক হোসেন, শামছুল আলম, শাহাজাহান কবির ও সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আব্দুল হাই সিদ্দিকী কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। অনুষ্ঠানে ছয় থানার অফিসার ইনচার্জ(ওসি), গোয়েন্দা পরিদর্শক, ট্রাফিক বিভাগের পরিদর্শক। এছাড়াও পুলিশ লাইনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল আমিন ।