• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২১  

নীলফামারী জেলা পুষ্টি সমন্বয় কমিটির পরিচালনা সহায়িকা অবহিতকরণ ও বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক জেলা সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১০ মার্চ/২০২১) দুপুর আড়াইটায় জেলা প্রশাসনের সম্মেলনে কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি হাফিজুর রহমান চৌধুরী।

জেলা সমন্বয় কমিটি আয়োজনে, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়ন করছে পুষ্টি প্রকল্পটি।

সভায় পুষ্টি কর্ম-পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডাঃ তাহেরুল ইসলাম খান ও জেলা কমিটির সদস্য সচিক সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির। সভায়  স্ব স্ব বিভাগের বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা (২০২০-২১) এর অগ্রগতি উপস্থাপন করেন স্থানীয় সরকারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের পক্ষে ডাঃ রাশেদুল হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষে উপ পরিচালক মোঃ শাহাজাহান, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের পক্ষে জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান, প্রাণী সম্পদেরপক্ষে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোনাক্কা আলী, ,মহিলা ও শিশু অধিদপ্তরে পক্ষে উপ-পরিচালক নুরন্নাহার শাহাজাদী, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুসরাত ফাতেমা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোকাররম হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম ও কৃষি সম্প্রসার অধিদপ্তরের পক্ষে অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) হোমায়রা মন্ডল। এ সময় জানো প্রকল্পের গত দুই মাসের মাঠ পর্যায়ে চলমান কাজের অগ্রগতি উপস্থাপন করা হয়। 

ইএসডিও জানো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মারুফ আহেমদের সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য জেলা ডায়াবেটিকস সমিতির সাধারন সদস্য ডাঃ মজিবুল হাসান চৌধুরী শাহিন, দুইজন সাংবাদিক যথাক্রমে তাহমিন হক ববী ও শীশ রহমান, কেয়ার বাংলাদেশ জানো প্রকল্পে মাল্টি সেক্টোরাল গভার্নেন্স ম্যানেজার গোলাম রব্বানী, জানো প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার রজব আলী, জানো প্রকল্প ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুরের প্রকল্প ব্যবস্থাপক ফয়েজ কাওসার, কেয়ার বাংলাদেশ রংপুরের পাটনারশীপ ম্যানেজার আবুল বাশার চৌধুরী, জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোর্শিয়া রহমান প্রমুখ।