• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে পূজায় ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০  

নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র সনাতন ধর্মাবলম্বী ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে শহরের কালিবাড়ি মন্দির চত্বরে ওই সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
  
এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়ের রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্র নাথ বর্ধন, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, পৌর কমিটির সাধারণ সম্পাদক কাজল কুমার রায়, কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রত্না সিনহা প্রমুখ।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় জানান, ওই অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র সনাতন ধর্মালবলম্বী ৪০০ পরিবারের পাঁচ কেজি করে চাল প্রদান করেছেন জেলা প্রশাসক।