• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে পূবালী ব্যাংকের শাখায় ‘মুজিব কর্ণার’ উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে নীলফামারীতে পূবালী ব্যাংকের শাখায় ‘মুজিব কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ওই কর্ণারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকটির রংপুর অঞ্চলের প্রধান মোঃ কামরুজ্জামান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের নীলফামারী শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম, সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মঈন উদ্দিন, রংপুর ধাপ শাখার ব্যবস্থাপক মুশফিক জামান, ঠিকাদার মিজানুর রহমান প্রমুখ। 

নীলফামারী শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, ওই কর্ণারে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কিত শতাতিক বই রাখা হয়েছে। পর্যায়ক্রমে এ সংক্রান্ত আরো বই যুক্ত হবে। এছাড়াও সকাল দশটা থেকে  ব্যাংকের প্রধান ফটকের সামনে জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শণ করা হয়। পরে সেখানে জম্ম বার্ষিকীর কেক কাটা হয়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকরা অংশগ্রহণ করেন কর্মসূচিতে।