• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

নীলফামারী জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(৯ জানুয়ারি/২০২০) বিকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই খেলায় বালক দলে চ্যাম্পিয়ন হয়েছে বালক দলের সদর উপজেলার পুটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও বালিকা দলে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলার লক্ষীচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। 


বালক দল ডিমলা উপজেলার নাউতারা এমই সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে ১-০ গোলে ও বালিকা দল ট্রাইব্রেকারে ডিমলা উপজেলার দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৪-২ গোলে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।


জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাজুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মোহাম্মদ নাহিদ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহকারি শিক্ষা কর্মকর্তা আতাউর গণি ওসমানি প্রমুখ। 
উল্লেখ যে, টুর্ণামেন্টে জেলার ৬ উপজেলার ৬টি বালক এবং ৬টি বালিকা দল অংশগ্রহণ করে।