• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে বিজিবির অভিযানে ৩৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১  

৩৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটিলিয়ন। আজ বুধবার (১৩ জানুয়ারী/২০২১) ভোরে ব্যাটিলিয়নের এলাকাধীন পঞ্চগড় জেলার ঘাগড়া বর্মতলপাড়া সীমান্ত এলাকা থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদকপাচারকারীরা পালিয়ে যায়। 

৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আবদুল্লাহ আল মামুন আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৫৬ বিজিবি নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৪৭ দশমিক ৯১৮ কিলোমিটার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অবৈধ মাদকসহ চোরাচালান প্রতিরোধে কাজ করছে। সীমান্তের অধিকতর স্পর্শকাতর স্থান সমূহ চিহ্নিত করে সিভিল সোর্স, গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এমন তৎপরতায় আজ বুধবার ভোরে পঞ্চগড় জেলা সদরের ঘাগড়া বিওপির টহল দল ৭৫৪/২-এস সীমান্ত পিলারের আনুমানিক ২০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বর্মতলপাড়া স্থান থেকে ৩৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধার করা পেন্সিডিলের আনুমানিক মূল্য এক লাখ ৩৫ হাজার ২০০ টাকা।