• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালক নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯  

নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকুল রহমান(৩২) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকালে উপজেলার গোমনাতী ইউনিয়নের ঝাককুয়াপাড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। বকুল ওই গ্রামের আব্দুর রহমানের তৃতীয় ছেলে এবং দুই সন্তানের জনক। 

এলাকাবাসী জানায়, বকুল গতকাল বুধবার(২৭ নভেম্বর) রাতে বাড়িতে ইজিবাইকের ব্যাটারী বৈদ্যুতিক লাইনে চার্জ দিয়েছিল। সকালে সংযোগ খোলার আগে ইজিবাইকটি কাপড় দিয়ে পরিস্কার করতে যায় সে। এ সময় অসাবধানতাবশত ব্যাটারীর সাথে সংযোজিত বৈদ্যুতিক তারের সঙ্গে হাত লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে আশঙ্খাজনক অবস্থায় উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। গোমনাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন।