• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১  

কৃষি যান্ত্রিকরণের আওতায় জেলা সদরে ২৩৬টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।  বুধবার(১০ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলা চত্বরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

ওই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, রংপুর কৃষি বিভাগের জেষ্ঠ মনিটরিং কর্মকর্তা আবু ফাত্তাহ্ মো. রওশন কবির, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা রূপম প্রমুখ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, সদর উপজেলার কৃষকদের ১৩৮টি দলে ২৩৬টি কৃষি যন্ত্রপাতি বিনামূলে বিতরণ করা হয়। এর মধ্যে পাওয়ার থ্রেসার ৯৭টি, ট্রান্সপ্লান্টার ১৮টি, রিপার ২৩টি, হ্যান্ড স্পেয়ার ২৩টি, পাওয়ার স্প্রেয়ার ২৩টি, ফুড পাম্প ২৩টি, উইনোয়ার ২টি, ময়েশ্চার মিটার ৪টি রয়েছে। 

বিশেষজ্ঞগণ মনে করেন, খরা-বন্যাসহ নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগকে মোকাাবেলা করে কৃষকদের ঘুরে দাড়ানোর জন্য সরকার কৃষকদের কৃষি উপকরণ দিয়ে সর্বদা সহযোগীতা করে যাচ্ছে। ফলে, কৃষকরাও ভাল ফসল উৎপাদন করতে পারছে।