• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে বিশ্ব এইডস দিবস পালিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০  

“সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব” শ্লোগানে নীলফামারীতে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার(১ ডিসেম্বর/২০২০) বেলা ১১টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যেগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে বক্তৃতা করেন হাসপাতালের তত্বাবধায়ক মেজবাহুর আলম চৌধুরী, পুলিশ পরিদর্শক আব্দুর রউফ, জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।