• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে ভ্যান উল্টে বৃদ্ধা নিহত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

মেয়ে জামাইয়ের বাড়ি হতে নিজ বাড়ি ফেরা হলোনা বৃদ্ধা বানু বেগমের(৬০)। পথে ব্যাটারী চালিত ভ্যান উল্টে ভ্যানযাত্রী এই বৃদ্ধা ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ভ্যানচালক রফিকুল ইসলামকে (৩৫)। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা সারে ৭টার দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নে খগাখড়িবাড়ীর চুকানীটারী নামক স্থানে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, একই উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের মকবুল হোসেনের স্ত্রী বানু বেগম ঘটনার দিন সকালে তিনি খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ীগ্রামে জামাই আমিনুর রহমানের বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার পর বানু বেগম জামাই এর বাড়ি হতে চারটি বস্তায় আলু নিয়ে ভ্যানে করে নিজবাড়ি ফিরছিলেন। পথে চুকানিটারী নামক স্থানে উচু  ব্রীজে উঠার সময়   ভ্যানটি  নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়লে ঘটনাস্থলে বানু বেগম নিহত হন। এ ঘটনায় ভ্যান চালক রফিকুল ইসলাম গুরুত্ব

আহত হলে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে।