• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে ভ্রাম্যমান আদালতের ছয় প্রতিষ্ঠানে জরিমানা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৯ মার্চ ২০১৯  

জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল হতে দুপুর পর্যন্ত নীলফামারী জেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ। 

এসময় আগুন নেভাতে অগ্নিনির্বাপক যন্ত্র ফায়ার এক্সটিংগুইসার সিলিন্ডারের মেয়াদ উর্ত্তীণ হওয়ায়, যন্ত্রপাতি ও বৈদ্যুতিক তার অগোছালে ভাবে রাখায় দেশ ক্যামিকেল এন্ড ইন্ডাস্ট্রিকে পাঁচ হাজার,  আবাসিক হোটেল অবকাশকে তিন হাজার, হোটেল স্টারকে দুই হাজার, হোটেল থ্রি স্টারকে এক হাজার, সরকার এন্ড সন্সকে এক হাজার এবং ইসলাম এন্ড বার্দাসকে দুই হাজার টাকাসহ ১৪ হাজার জরিমানা করা হয়। এসময় জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হকসহ ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।