• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা এবং বৈধ কাগজপত্র বিহীন মোটর সাইকেল চালানোর দায়ে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার(১৯ এপ্রিল/২০২০) দুপুরে ডিমলা উপজেলার ৮ দোকানীসহ ২০ জনের জরিমানা করেছে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়। 

এতে উপজেলা সদরের বাবুরহাট বাজারের কাপড় ব্যবসায়ী শাহিনুর ইসলামকে ১০ হাজার, মমিনুর রহমানকে ৫ হাজার, হার্ডওয়্যার ব্যবসায়ী আব্দুল কাদেরকে ৫০ হাজার, শঠিবাড়ী বাজারের কাপড় ব্যবসায়ী আরিফ হোসেনকে পাঁচশ, আব্দুল কাদেরকে এক হাজার, লুৎফর রহমানকে ২০ হাজার, আসমত আলীকে ৫০ হাজার, সোনামনিডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী ফারুক হোসেনকে এক হাজার ও বৈধ কাগজপত্র বিহীন মোটর সাইকেল চালোনার দায়ে ১২ জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  

অন্যদিকে একই দিনে জলঢাকা পৌরসভায় এক কাপড় ব্যবসায়ীকে ৩ হাজার ও মীরগঞ্জ হাটে মুদি ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) গোলাম ফেরদৌস।