• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

নীলফামারীতে মাদকসেবীর কারাদণ্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১  

নীলফামারীর ডোমারে রিমন নামে এক মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রিমন পৌরসভার সওদাগড় পাড়ার রবিউল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদে ডোমার বাজারস্থ বনোওয়ারীর মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী রিমনকে আটক করে পুলিশ। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আদালতকে সহযোগিতা করেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়সহ সঙ্গীয় ফোর্স।

অপরদিকে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী ও মাস্ক ব্যবহার না করায় সাতজনের কাছে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন যৌথভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এবং সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন।