• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে যুবলীগের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

“করোনা ভাইরাসে নাই ভয়-অধিক সর্তকতায় হবে জয়” এই শ্লোগানে  নীলফামারীতে করোনা মোকাবেলায় হ্যান্ড স্যানিটাইজেশন বিতরণ ও সচেতনতা বাড়াতে প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম শুরু করেছে জেলা যুবলীগ। একই ভাবে ব্যাপক সচেতনতা বাড়াতে এক লাখ লিফলেট বিতরণ শুরু করেছে জেলা পরিষদ।

আজ রবিবার বেলা ১২টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবলীগের ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়। হাতে হাতে স্যানিটাইজেশন সামগ্রী ও লিফলেট বিতরণের মাধ্যমে ওই কার্যক্রমে অংশ নেন, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ। 

একইদিনে সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদের উদ্যেগে এক লাখ লিফলেট বিতরণ কর্মসুচি শুরু করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদরে চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান প্রমুখ। পরে জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে শহরের আদালত চত্বর, চৌরঙ্গী মোড়, বড় বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। 

চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, করোনা মোকাবেলায় ব্যাপক জনসচেতনতা বাড়াতে জেলা পরিষদের উদ্দোগ্যে জেলার ৬০টি ইউনিয়নে ৬০ হাজার, চার পৌরসভায় ৮ হাজারসহ মোট এক লাখ লিফলেট বিতরণ করা হবে।