• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে রংপুর বিভাগের অনূর্ধ্ব-২০ ফুটবলার বাছাই সম্পন্ন॥

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

ইয়েস কার্ড তুলে দিলেন বিডিডিএফএ মহাসচিব,

ইনজামাম-উল-হক নির্ণয়, স্টাফ রিপোর্টার নীলফামারী ২৩ নভেম্বর॥ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের (বিডিডিএফএ) উদ্যোগে ও সাইফ পাওয়ার টেক লিমিটেড এর পৃষ্ঠপোষকতা প্রস্তাবিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের (প্রস্তাবিত) নামে ফুটবল টুর্নামেন্টের জন্য রংপুর বিভাগীয় ফুটবল দল গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উত্তরবঙ্গের নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই কার্যক্রম বেলুন উড়িয়ে উদ্বোধন ও বাছাইকৃত ৩০ জন খেলোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে ইয়েস কার্ড প্রদান করেন বিডিডিএফএ মহাসচিব তরফদার মো. রুহুল আমিন।

এ সময় তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে যেমন রোল মডেল হিসাবে তুলে ধরতে সক্ষম হয়েছে, তেমনি আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের তৃণমুল থেকে ফুটবল খেলোয়ার বাছাই করে ফুটবলের জাগরন সৃস্টি করতে মাঠে নেমেছি। এই জাগরন আমরা ছড়িয়ে দিতে চাই বিশ্ব দরবারে। ফুটবলের জাগরনকেও আমরা রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, বিডিডিএফএ সহ-সভাপতি সিরাজউদ্দীন মো. আলমগীর, সাবেক জাতীয় তারকা ফুটবলার নীলফামারী জেলা বিডিডিএফএ সভাপতি আরিফ হোসেন মুন, বিডিডিএফএ- এর সমন্বয়কারী আহমেদ সায়িদ আল ফাত্তাহ ও রংপুর বিভাগের আট জেলার বিডিডিএফএ নেতৃবৃন্দ।

ইয়েস কার্ড তুলে দেয়ার সময় তরফদার মো. রুহুল আমিন বাছাইকৃত খেলোয়াড়দের কঠোর অনুশীলনের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ গ্রহন করার আহবান জানিয়ে বলেন, দেশব্যাপী ফুটবল জাগরনের জন্য আমাদের এ উদ্যোগ, ইতোমধ্যে চট্টগ্রামে বাছাই পর্ব শেষ হয়েছে, দ্বিতীয় পর্ব হলো নীলফামারীতে, প্রতিভাবান ফুটবলাররা হয়েছে উদ্দীপ্ত, আমি বিশ্বাস করি সারাদেশে এ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আমরা খুঁজে পাবো বেশ কিছু নতুন মাঠ কাঁপানো খেলোয়াড়।

ইয়েস কার্ড প্রদানের পর তিনি বাছাইকৃত খেলোয়ারদের সঙ্গে স্টেডিয়াম মাঠে ফুটবলও খেলেন।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রোল মডেলের একটি দেশ তৈরী করে দিয়েছেন। আমরাও তাকে রোল মডেল ফুটবল খেলোয়ার তুলে দিতে পারবো না কেন। আগামী দিনে বিশ্ব দরবারে বাংলাদেশের ফুটবল ছড়িয়ে পড়বে। সেই সঙ্গে তিনি তৃণমুল পর্যায়ে ক্রিকেটকেও প্রাধ্যন্য দেয়ার আহবান জানান।

এর আগে তরফদার মো. রুহুল আমিন সহ অতিথিরা শেখ কামাল স্টেডিয়ামে পৌছলে তাদের পুস্পবৃস্টির মাধ্যমের বরন করে নেয়া হয়। এরপর শেখ কামাল স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ও জেলা পর্যায়ের প্রতিযোগীতামুলক ফুটবল টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচের ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়। এ সময় অভিভুত হয়ে পড়েন তরফদার মো. রুহুল আমিন। মন্তব্য করতে গিয়ে বলেন দেশের, ঢাকা সিলেট চট্রগ্রাম কক্সবাজার স্টেডিয়ামে অনেক আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয়। কিন্তু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এবং এখানে প্রচুর দর্শক প্রমান করে নীলফামারী ফুটবল প্রেমি জেলা। অনুষ্ঠানে তরফদার মো. রুহুল আমিন সহ অতিথিদের সোনালী অতিত ক্লাবের পক্ষ হতে ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার প্রচার সম্পাদক রাসেল আমিন স্বপন।

সংশ্লিষ্টরা জানান, রংপুর বিভাগের টিমের জন্য বাছাইকৃত খেলোয়াড়রা পরবর্তীতে ৪৫ দিনের প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণ শেষে তারা প্রস্তবিত শেখ কামাল অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবলে রংপুর বিভাগের পে অংশ নেবে।

ফুটবলার বাছাই প্রক্রিয়ায় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচক কমিটির আহবায়ক হাসানুজ্জামান খান বাবলু,সদস্য ইমতিয়াজ সুলতান জনি,অমিত রায়,সরোয়ার হোসেন মধু, মো. আকরাম হোসেন,মো. হাবিবুর রহমান জালাল,মো. রিয়াজ উদ্দীন বিশ্বাস।

বাছাই প্রক্রিয়া শেষে সিলেক্টরস প্যানেলের আহবায়ক হাসানুজ্জামান খান বাবলু বলেন বাছাই প্রক্রিয়ায় বয়সটা কঠোরভাবে যাচাই করা হয়েছে। কোনও বেশি বয়সী খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়নি। খেলোয়াড়দের সবাই এখনও পর্যন্ত কোনও পদ্ধতিগত কোচিং পায়নি। নিয়মিত কোচিং পেলে এরা ভালো খেলোয়াড় হয়ে উঠবে।

রংপুর বিভাগের আটটি জেলার ৮১ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৩০ ফুটবলারকে বাছাই করা হয়। এরমধ্যে স্বাগতিক নীলফামারী জেলায় ১১জন, রংপুর জেলায় ৫ জন, পঞ্চগড় জেলায় ৪ জন, দিনাজপুর জেলায় ৩ জন, ঠাকুরগাঁও জেলায় ৩ জন, লালমনিরহাট জেলায় ২ জন ও কুড়িগ্রাম জেলায় ২ জন। বাছাইয়ে গাইবান্ধা জেলার খেলোয়াররা অংশ নিলেও এ জেলার কেউ ইয়েস কার্ড পায়নি।

বাছাইকৃত খেলোয়ার গন হলেন- নীলফামারী জেলার জুয়েল ইসলাম জীবন, অন্তর ঢালি, বিনয়, মো: জিশান, বাবু ইসলাম, আপন চন্দ্র রায়, খাইরুল ইসলাম সজিব, নাজমুণ ইসলাম, উদয় রায়, মো: রিপন ইসলাম, মো: মোরছালিন। রংপুর জেলার মোঃ হোসেন আলী, মো: শামিম মিয়া, সাদেকুল ইসলাম, মেহেদি হাসান রাব্বি, বিমল রায়। পঞ্চগড় জেলার সঞ্জয় চৌধুরী, তাপস চন্দ্র গুমন, সো: হাদিদ ইসলাম, জহিরুল ইসলাম। দিনাজপুর জেলার সাব্বির হোসেন সাগর, রেফাইল মারি, রাকিব সরকার। ঠাকুরগাঁও জেলার শাকিল খান, মমিন ইসলাম, মো: সাইদী। লালমনিরহাট জেলার রিয়াদ হোসেন, জাহিদ হাসান এবং কুড়িগ্রাম জেলার মোঃ ওমর ফারুক মিঠু, শামসুদ্দীন আহমেদ সৌরভ।