• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে র‌্যাবের পৃথক অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০  

পৃথক অভিযানে আদিম মুন্সি(৩৫) ও নুর আলম (৫১) নামের দুইজনকে ভোক্তা সংরক্ষণ আইনে প্রতারণার দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২। আদিম সদরের টুপামারী ইউনিয়নের কিশামত দোগাছি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ও নুর আলম পৌর শহরের নিউ বাবু পাড়ার মৃত হোসেন আলীর ছেলে। 

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) কোম্পানী অধিনায়ক আ ন ম ইমরান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। 

সূত্র মতে, গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব অভিযান চালিয়ে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৫০ ধারা ও ২০০৯ এর ৪৪/৪৫ ধারায় আদিম মুন্সির ২০ হাজার ও নুর আলমের ৬০ হাজার মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আদিম মুন্সি লাইসেন্স বিহীন ‘রতন জর্দা’ নামের নকল জর্দা তৈরীর দায়ে তাকে ভোক্তা সংরক্ষণ আইনে ২০ হাজার ও নুর আলম খৈলের সাথে পচা সেমাই মিশিয়ে ট্রেড মার্কের কালার ভিন্ন করে মেয়াদউত্তীর্ণ সাবান পুনরায় প্যাকেটজাত ও নিষিদ্ধ দ্রব্যের মিশ্রন দ্বারা নারিকেল তেল তৈরীর দায়ে মের্সাস আলম প্রোডাক্ট এর প্রোপাইটার নুর আলমকে ওই পরিমান টাকা জরিমানা করা হয়।