• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

নীলফামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদদের আত্মার শান্তির কামনায় ১ মিনিটি নিরাবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার প্রতিটি উপজেলা পরিষদ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি ঘিরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণে আলোচনা সভায় কোন শব্দ যন্ত্র ব্যবহার  বিরত রাখা হয়।   

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আজাহারুল ইসলারে সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ পরিচালক মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সাবেক সচিব মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, সদর ইউএনও এলিনা আক্তার, এনডিসি আরিফ হোসেন, জেলা চেম্বারের সহ-সভাপতি ফরহানুল হক, সিপিবি সভাপতি শ্রীদাম দাস, জেলা ওয়ার্কাস পাটির সভাপতি কমরেড তপন কুমার রায় প্রমুখ। আলোচনা সভায় সরকারী, বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।