• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

নীলফামারীতে শিশু সুরক্ষায় ভূমিকা রাখায় ১২ প্রতিষ্ঠানকে সম্মাননা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

নীলফামারীতে শিশু সুরক্ষায় ভূমিকা রাখায় ১২টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন।  

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের নটখানায় অবস্থিত দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল সম্মেলন কক্ষে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিক, সাংবাদিক নুর আলম বক্তব্য দেন। 

ওয়ার্ল্ড ভিশন ব্যবস্থাপক অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু ফোরাম সদস্য মালা রায়। অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক আতাউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রফুল্ল রায়, টুপামারী ইউনিয়ন পরিষদ সদস্য আরতি রানী রায় ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি দুলাল হোসেন বক্তব্য দেন। 

অনুষ্ঠানে শিশু সুরক্ষায় গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন। শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ, শিশু শ্রম, ঝড়ে পড়া প্রতিরোধসহ শিশু সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। 

ওর্য়াল্ড ভিশন নীলফামারী এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুস বলেন, পলাশবাড়ি, খোকশাবাড়ি ও টুপামারী ইউনিয়নে এবং নীলফামারী পৌরসভা এলাকায় শিশুদের নিয়ে কাজ করছি আমরা। 

এজন্য শিশু ভিত্তিক বিভিন্ন সংগঠন তৈরি করে শিশু অধিকার প্রতিষ্ঠায় অবিভাবক, জনপ্রতিনিধি, এনজিও, সুধিজনদের সমন্বয়ে সংগঠনগুলো কাজ করছে। বছর ভিত্তিক কাজের মুল্যায়ন হিসেবে নির্বাচিত ১২জনকে আমরা সম্মাননা দিয়েছি। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরামের সদস্যরা।