• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

নীলফামারীতে সরকারি নির্দেশ অমান্য: ২০ হাজার টাকা জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

করোনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে নীলফামারীর কিশোরগঞ্জে সোনামণি আইডিয়াল স্কুল খুলে পাঠদান করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

জানা যায়, প্রতিষ্ঠান খোলা রেখে ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হচ্ছে এমন অভিযোগে পুলিশ নিয়ে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করে। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন প্রতিষ্ঠান প্রধান আলী আকবর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ সরকারি নির্দেশ মেনে স্কুলটি পরিচালনা করবেন বলে অঙ্গীকার করেছেন।