• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২০ জুন ২০১৯  

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মাহামুদুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। 

বুধবার (১৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার রণচন্ডি ইউনিয়নের সোনাকুড়ি আলতাফের স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রণচন্ডি ইউনিয়নের সোনাকুড়ি বাজারের আলতাবের স্ট্যান্ডের পাশে রংপুর থেকে আসা ট্রাকটি চালক সড়কের পাশে দাঁড় করিয়ে মসজিদে নামাজ আদায় করতে যান। এসময় গাড়াগ্রাম বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়া পথে আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহামুদুল ইসলাম দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

ট্রাকের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।