• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

নীলফামারীতে হরিজনের জীবনমান উন্নয়নে কর্মশালা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মার্চ ২০২১  

নীলফামারীতে হরিজন জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১১ মার্চ/২০২১) সকাল থেকে দুপুর পর্যন্ত ডায়াবেটিক সমিতির সভা কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

এসময় বেসরকারি উন্নয়ন সংস্থা দেবী চৌধুরাণীর উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী আব্দুস সামাদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) এবিএম আতিকুর রহমান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী জজ উৎপল ঘোষ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মোছা. হাওয়া খাতুন, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক মোছা. নুরুন্নাহার শাহজাদী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ।

 মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় হরিজন জনগোষ্ঠির দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করে দেবী চৌধুরানী উন্নয়ন কেন্দ্র।