• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০  

নীলফামারীতে ২০০ অসহায় ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। জেলার সদর উপজেলা কৃষি বিভাগের কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আবদুল মোতালেব, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. ওবাইদুর রহমান মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান প্রমুখ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, বন্যার ক্ষতি পোষাতে ২০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ডাটাশাক, লালশাক, পুইশাক, কলমিশাক, মুলাশাক, লাউ, শষা, মিষ্টিকুমড়া, করলাসহ ১৪ প্রকার শাক-সবজীর বিজ প্রদান করা হয়।

সার ও বীজ পেয়ে কৃষকরা জানান, বিনামূল্যে সার ও উন্নত মানের শাক-সবজির বীজ পেয়েছি। সরকার আমাদের মত কৃষকদের কথা ভেবে এমন প্রণোদনা দিয়ে আবরও প্রমাণ করল বর্তমান সরকার ‍কৃষক ও কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রীর এই প্রণোদনা আমাদের কষ্টের অনেকটা লাঘব করবে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তারা।